ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

সাভারে ৩ মহাসড়কে চাপ; ঘরমুখোদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ

সাভারে ৩ মহাসড়কে চাপ; ঘরমুখোদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ

নিউজ ডেস্ক:   সাভারে ঘরমুখো মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।  ঈদে ঘরে ফেরার কারণে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তিন মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। তবে, গাড়ির ধীরগতির সৃষ্টি হলেও কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।


সাভার হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা, আব্দুল্লাহপুর-বাইপাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পুলিশের একাধিক টিম কাজ করছে। সড়কে এখনো কোনো যানজট হয়নি। তবে, যাত্রী ও পরিবহনের চাপ বাড়ছে।

গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে, কোথাও কোনো যানজট হয়নি।

বুধবার (৪ জুন) সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া, কালামপুর, ধামরাই, নবীনগর, রেডিও কলোনী, সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, আমিনবাজার ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়া, ইউনিক এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, জিরানি, চক্রবর্তীসহ বিভিন্ন এলাকায় ঘুরে কোথাও যানজটের চিত্র দেখা যায়নি। তবে, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে  জলাবদ্ধতা এবং এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলার কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।

আরও পড়ুন

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, সাভার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর এলাকায় সার্ভিস লেনে কিছুটা ধীরগতি রয়েছে। তবে মূল লেনে কোনো যানজট নেই।

শিল্পাঞ্চল সংশ্লিষ্টরা বলছেন, দুপুরের পরে পোশাক কারখানা ছুটি হলে সড়কে যাত্রীর চাপ বৃদ্ধি পাবে। এরইমধ্যে অনেকে ঢাকা ত্যাগ করতে বের হয়েছেন। যে কারণে সড়কে যাত্রীর চাপ বেড়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ বলেন, “সাভারের মহাসড়কগুলোতে কোনো সমস্যা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গাড়ি স্বাভাবিক গতিতে চলছে। গাড়ির সংখ্যা বেড়েছে। আমরা প্রস্তুতি নিয়েছি, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারে।”
গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, ‍সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীর চাপ বেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা নেই। আমাদের একাধিক টিম সড়কে কাজ করছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি