ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অবৈধ ৫ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অবৈধ ৫ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স বিহীন ৫টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ওই ভাটা ৫টি থেকে ৫ লাখ টাকা অর্থদন্ড আদায় সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো: রবিউল আলম।

এর আগে গত বুধবার দিনব্যাপী জেলার নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৩ টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ভাটাগুলো থেকে ৭ লাখ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। এ নিয়ে টানা দু’দিনে জেলার দুই উপজেলায় মোট ৮ টি  ইটভাটা গুঁড়িয়ে দিয়ে মোট ১২ লক্ষ টাকা অর্থদন্ড আদায় করে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ  অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থাকায়  ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী  জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ভোলাহাটে দিনব্যাপী অভিযান চালানো হয়।

আরও পড়ুন

অভিযানে মেসার্স মদিনা ব্রিক ফিল্ডস, মেসার্স সেভেন স্টার ব্রিকস, মেসার্স হিরো ব্রিকস, মেসার্স জে টাটা ব্রিকস এবং মেসার্স মেঘনা জিগজ্যাগ ব্রিকস এর প্রত্যেকটিকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া ভাটাগুলোতে পাঁচটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরের বেপরোয়া গতির মোটরসাইকেলের দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত 

শিক্ষার্থীর হাতে কাঁচের টুকরো রেখে সেলাই

বগুড়ার ধুনটে আমের লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

মিয়ানমারে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি যুবক

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে গণমাধ্যম স্বাধীনতা সূচকে এগিয়ে বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে ছাগল চুরির সময় ৩ চোর গ্রেফতার