ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে সংগঠনের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আল্লামা মামুনুল হক এ কথা জানান। একইসঙ্গে তিনি মোট ৫টি দাবিও জানান। তার আগে সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এই সভা শুরু হয়।

হেফাজতে ইসলামের দাবিগুলোর মধ্যে রয়েছে- ফ্যাসিবাদি আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় কিছু বিতর্কিত বিষয় স্থান পেয়েছে, বিশেষ করে বহুত্ববাদের প্রস্তাবনাকে হেফাজত প্রত্যাখ্যান করছে, এই প্রস্তাবনা বাতিল করে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে; এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিল করতে হবে।

এ সময় মামুনুল হক বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, বিশেষ করে সাম্প্রতিক যে ওয়াকফ আইন সংশোধনী পাস হয়েছে, সেটি বাতিল করতে হবে ভারত সরকারকে; সে দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানাবে হেফাজতে ইসলাম।

আরও পড়ুন

হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, তাদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ মে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ হবে। সেখানে বেশকিছু দাবি উত্থাপন করা হবে।

দাবির বিষয়টি উল্লেখ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি জানান, মহাসমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী সপ্তাহের সোমবার (২৮ এপ্রিল) পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করা হবে। এ ছাড়া আগামী ২৩ এপ্রিল বাদ জুমা জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক অন্তত ৭০

আরও ‘চার মামলায়’ চিন্ময় দাসকে শ্যোন অ্যারেস্টের আবেদন

মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা

সরকারি প্রাথমিকের শিক্ষকরা আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন

ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে আজ সুপ্রিম কোট অর্ধদিবস বন্ধ থাকবে 

ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে বন্ধ হচ্ছে স্কাইপে