মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চায়ের দোকানের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে সৃষ্ট বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণের পর এলাকাবাসী প্রতিরোধে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ককটেল বিস্ফোরণের সময় একটি বাড়িতেও হামলা করা হয় এবং ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল। ঘটনার সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন একজন। ঘটনার পর ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ঘন্টাখানেক অবরোধ করে রাখেন এবং ঘটনার প্রতিবাদে মিছিল করেন। এসময় সৃষ্টি হয় আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের জট। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে রাত ৯টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও বাইরুল ইসলাম বলেন, গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে পাশের নয়ালাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটী ইউনিয়নের যুবকরা ছত্রাজিৎপুর বাজারে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখলে তাদের নিষেধ করেন দোকানদাররা। এনিয়ে বিতন্ডার ও মারামারির পর ওই যুবকরা চলে যায়। পরে রাতে মোটরসাইকেল, অটোরকিশা ও ভটভটিতে সহযোগীদের নিয়ে এসে হামলা করে তারা। এসময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
আরও পড়ুনস্থানীয়দের তিনটি মোটরসাইকেল ভাঙচুর এবং একটি বাড়িতে হামলা করা হয়। এরপরই মসজিদের মাইক থেকে যুবকদের প্রতিরোধের আহব্বান জানানো হলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা আরও বলেন, হামলাকারীরা ও তাদের মেমাটরসাইকেল রাখতে নিষেধকারীরা স্থানীয় বিএনপি’র রাজনীতির সাথে জড়িত হলেও ঘটনাটি রাজনৈতিক নয় বরং হামলাকারীদের প্রতিরোধে দলমত নির্বিশেষে এলাকার সকল মানুষ এগিয়ে আসেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাটি কোন প্রকার রাজনৈতিক সংঘর্ষ নয় জানিয়ে এ ঘটনায় গতকাল রোববার দুপুর দেড়টা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান ওসি।
মন্তব্য করুন