দিনাজপুরের নবাবগঞ্জে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্যে দিবালোকে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রোববার বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর (জামিরা পুটিহার) গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামের ১২টি বাড়িঘরে ওই তান্ডব চালানো হয়েছে। বিবদমান এবং আদালতে বিচারাধীন একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান।
সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খবির উদ্দিন (খরু) জানান, গত রোববার সকাল ১০ টার দিকে বিবদমান পুকুরে তাদের প্রতিপক্ষ জনৈক আব্দুল মতিন লোকবল নিয়ে মাছ ধরতে গেলে তারা তাতে বাধা দেয়। এসময় সেখানে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মতিন গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুননবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, সকালে সংঘর্ষে আহত মতিনের পক্ষে তার বড় ভাই এমদাদুল হক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন