ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত

ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ছিনতাইকারীদের দেখে চিৎকার করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায়। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ।সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের কবলে পড়েন শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্ত ক্ষরণে বাংলাদেশ টেক্সটাইলের সামনে লুটিয়ে পড়েন শিক্ষার্থী আরমান। পরে তারে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিন থেকে চারজনের একটি ছিনতাইকারী দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ জানান, ঘটনাস্থলের কিছুটা দূরেই পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি তারা।এদিকে ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হচ্ছে আশপাশের সিসি টিভি ফুটেজও। পেট্রোল টিম কাছাকাছি থাকার বিষয়টি স্বীকার থাকলেও তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের।ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান জানান, অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম