ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, প্রাণ গেলো স্ত্রীর

স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, প্রাণ গেলো স্ত্রীর, ছবি:প্রতিকী ।

মফস্বল ডেস্ক : নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জেরে একসঙ্গে স্বামী-স্ত্রীর বিষপানের ঘটনা ঘটেছে। বিষপানের পর তাদের হাসপাতালে নিলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন এবং স্বামী চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, বুধবার বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সঙ্গে রাজমিস্ত্রি আব্দুর রহিমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকালের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে প্রথম বিষপান করেন ফাতেমা। এরপর একই সময়ে তার স্বামীও বিষপান করেন।

আরও পড়ুন

পরে তাদের দুই জনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রহিমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানে বিশেষ স্বীকৃতি পেল ‘আলী’

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে