ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নাটোরে ৩ জনকে কুপিয়ে আইনজীবীর বাসায় ডাকাতি টাকা ও স্বর্ণালঙ্কার লুট 

নাটোরে ৩ জনকে কুপিয়ে আইনজীবীর বাসায় ডাকাতি টাকা ও স্বর্ণালঙ্কার লুট , ছবি সংগৃহীত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সাধন কুমার দাস (৪২) নামের এক আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮-১০ জন ডাকাত ঘরে ঢুকে ওই আইনজীবীসহ একই পরিবারের তিন সদস্য কুপিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। গত বুধবার দিবাগত রাত ১২ টার পর উপজেলার লালপুর সদর ইউনিয়নের চকবাদেকুলপাড়া গ্রামে উল্লিখিত আইনজীবীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি থেকে তিন লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।

সাধন কুমার দাস নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার মাদবপুর গ্রামের বাসিন্দা। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আইনজীবী সাধন কুমার, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রাণী (২৫)।

আরও পড়ুন

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার পর বাড়ির পেছনের ফটক ভেঙে ৮-১০ জন মুখোশধারী ডাকাত আইনজীবী সাধন কুমার দাসের বাড়িত প্রবেশ করে। ডাকতদের কাছে ধারাল রাম দা,চাইনিজ কুড়াল ও হাঁসুয়া ছিল। এসময় তারা সাধন কুমার দাসের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। পরে টাকা ও স্বর্ণালঙ্কার দিতে রাজি না হলে তাকে কুপিয়ে জখম করে। ডাকাতদের বাধা দিতে গেলে তার ভাতিজা রিপন দাস ও ভাতিজার স্ত্রী সুমিকেও কুপিয়ে জখম করে ডাকাতেরা। পরে তারা অস্ত্রের মুখে জিম্ম করে ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইনজীবী সাধন কুমারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। 
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এত বড় গণহত্যা হয়েছে, অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই : আসিফ নজরুল

ড্যাফোডিলে শেষ হলো এশিয়া-প্যাসিফিক সামার ও ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫

ইউক্রেনের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা

মেঘনা আলমের ল্যাপটপ-মোবাইলে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না তদন্তের নির্দেশ

বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব : আলী রীয়াজ

নাটোরে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক আহত