ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

জুটি বাঁধছেন তামান্না-সিদ্ধার্থ

জুটি বাঁধছেন তামান্না-সিদ্ধার্থ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দীপক মিশ্রের পরবর্তী সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার অভিনয়ের ঘোষণা আসে আগেই। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে অপেক্ষা ছিল সবার। এবার সেই অপেক্ষা ফুরালো। সিদ্ধার্থের বিপরীতে ‘ভিভান’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তামান্না ভাটিয়া।  পৌরাণিক কাহিনীর পটভূমিতে নির্মিত এই হাই-অন-ড্রামা ফিচার ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তামান্না। সিনেমাটির শুটিং শুরু হবে জুন মাসে এবং ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে। 

সূত্র মতে, ‘ভিভান’ সিনেমার তামান্না যে চরিত্রে অভিনয় করবেন সেটি দারুণ একটি চরিত্র। চরিত্রটিতে অভিনয় করারও যথেষ্ট সুযোগ রয়েছে। তামান্নাও পৌরাণিক কাহিনীর জগতে পা রাখতে ভীষণ আগ্রহী। সিনেমায় তার চরিত্রের জন্য সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রশিক্ষণ নেবেন খুব শিগগিরই। ‘ভিভান’ একদম প্রাকৃতিক সেটে শুটিং করা হবে এবং এরইমধ্যেই বনাঞ্চল চিহ্নিত করার জন্য খোঁজ-খবর শুরু করা হয়েছে। এই সিনেমার একটি বড় অংশ বনের মধ্যে শুটিং হবে।

আরও পড়ুন

সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে দীনেশ বিজন প্রযোজিত ‘পরম সুন্দরী’র শেষ পর্ব নিয়ে ব্যস্ত। এরপর ‘ভিভান’-এর কাজ শুরু করবেন। অন্যদিকে, তামান্না ভাটিয়া বর্তমানে ‘রেঞ্জার’, রাকেশ মারিয়া বায়োপিক এবং ‘নো এন্ট্রি ২’-এর কাজ নিয়ে ব্যস্ত। এরপর তিনি ‘ভিভান’র কাজ শুরু করবেন। সূত্র : পিঙ্কভিলা  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ