ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রঙ্গন-এ প্রকাশ পেলো সালমা’র নতুন গান ‘দিল দিওয়ানা’

সঙ্গীতশিল্পী সালমা

অভি মঈনুদ্দীন ঃ আজ থেকে চার বছর আগে ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা’র কন্ঠে প্রকাশিত হয়েছিলো ‘আনাড়ি কারগির’ শিরোনামের একটি গান।

সেই গানটিই ছিলো মোঃ জামাল হোসেনের লেখা সালমার গাওয়া রঙ্গন’র জন্য কোনো প্রথম গান। গানটির সুর সঙ্গীত করেছিলেন মুহিন খান। এরপর জামাল হোসেনের লেখা আরো কয়েকটি গান সালমা গেয়েছেন। তবে ‘আনাড়ি কারিগর’ গানটিই সালমার বেশি প্রিয়। আবারো মোঃ জামাল হোসেনের লেখা নতুন একটি গান ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সালমার কন্ঠে।

এবারের গানের শিরোনাম ‘দিল দিওয়ানা’। গানের কথা এমন ‘তোমার সাথে আড়ি দিতে লাগে বড় ভালো, অভিমানে মুখটা তোমার হয়রে যদি কালো, ভালোবেসে সেই মুখেতে ঢালবো জোছনা, বন্ধু দিল দিওয়ানা, এই বুকেতে ঝড় তোলনা’। গানটির সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। গানটির বর্ণাঢ্য আয়োজনের মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে সালমা আছেন। আবার ভিডিতে সালমার কন্ঠে লিপ মিলিয়েছেন প্রণমি নাফি।

গানটি প্রসঙ্গ সালমা বলেন,‘ শ্রদ্ধেয় জামাল ভাইয়ের লেখা আনাড়ি কারিগর গানটি আমার প্রিয় একটি গান। একটি মন ছুঁয়ে যাবার মতোই গান ছিলো একটি। তবে এবার যে গানটি তিনি আমাকে উপহার দিয়েছেন এটি আমার স্টেজ শো’র জন্য পারফেক্ট একটি গান। গানটির কথা, সুর সঙ্গীত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানটির চমৎকার মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা ভাই। ভীষণ যত্ন নিয়ে তিনি কাজটি করেছেন। দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও’ও এখন গানের প্রসারে বড় ভূমিকা রাখে। দিল দিওয়ানা’র কথা সুর সঙ্গীত এবং মিউজিক ভিডিও সবমিলিয়েই আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’

আরও পড়ুন

মোঃ জামাল হোসেন বলেন.‘ গানটি এই সময়কে বিবেচনা করেই লেখা। সালমার কথা ভেবেই গানটি লেখা। সালমা নিঃসেন্দহে খুউব ভালো গান গায়। দিল দিওয়ানা তার কন্ঠে অনবদ্য হয়ে উঠেছে। আশা করছি ভালোলাগবে শ্রেতা দর্শকের।’

এদিকে সালমা জানান আগামী ১ মে শ্রমিক দিবসের দিন টঙ্গীতে এবং আগামী ১৬ মে নারায়ণগেঞ্জর অ্যাডভাঞ্চার ল্যাণ্ড-এ স্টেজ শো’তে গান গাইবেন তিনি। এছাড়াও সালমা আরো বেশকিছু নতুন নতুন মৌলিক গানের কাজ করছেন। যা আগামী ঈদের আগে, ঈদ সময়ে এবং ঈদ পরবর্তী সময়েও প্রকাশ পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সাতমাস ধরে রাস্তার কাজ বন্ধ, উধাও ঠিকাদার

বগুড়ার শেরপুরে ২টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার