স্বেচ্ছাসেবক দলের কর্মীরা হার মানে না, তারা গণতন্ত্রের যোদ্ধা - মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মুগ্ধ চত্বরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের কর্মীরা হার মানে না, তারা গণতন্ত্রের যোদ্ধা। যে স্বপ্ন নিয়ে স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাচ্ছে তা কোন ষড়যন্ত্রই থামাতে পারবে না। সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ন সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ-সভাপতি এসএম বজলুল করিম টোটন, শরিফুল ইসলাম মুক্তা, মোখলেছুর রহমান, মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ আল আমিন সরকার, ফয়সাল রহমান শুভ, ওহেদুল ইসলাম পটল, সহ-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাহি, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইমলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম চঞ্চল, সোহানুর রহমান সোহান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন।
আরও পড়ুনসম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা ইয়াছিন আলী, আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু।
অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম-আহ্বায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন, জুয়েল রানা, মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
মন্তব্য করুন