সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজমীর হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকা ২নং ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয় বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজমির পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, আমরা আজমীর নামের এক যুবককে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেছি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনেছি।
আরও পড়ুনআজমিরের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা রয়েছে। ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন