ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আইন উপদেষ্টার বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টার বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন‘র ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। কোথা থেকে কীভাবে এই ড্রোনটি এলো, কারা পাঠিয়েছে, তা নিয়ে চলছে তদন্ত। এ ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

শনিবার (২৬ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি (ড্রোন) এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গত শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবন ৩৫, হেয়ার রোড, রমনা, ঢাকা এর মূল বিল্ডিংয়ের পশ্চিম দিকে ১৫০ গজ সামনে বাগানের মধ্যে পুরাতন মোটা আম গাছ হতে ৭ ফুট উত্তর-পূর্ব দিকে ঘাসের ওপর একটি ড্রোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় বাগানের মালী সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পেয়ে সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেন। সংবাদ পেয়ে সাড়ে ১০ টার দিকে ডিজিটাল ফরেনসিক টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

আরও পড়ুন

সূত্র আরো জানায়, ড্রোনটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে ‘মেইড ইন চায়না’ লেখা। এর টেকঅফ ওজন ২৪৯ গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মত কোন মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একটি ক্যামেরাতে ড্রোনটি আগের দিন শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫ টা ২৯ মিনিটের সময় অবতরণ করতে দেখা যায়। অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজে ড্রোনটি পরিলক্ষিত হয়নি। বর্তমানে ড্রোনটি সিটিটিসি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ল্যাবে নিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছরের সন্তানকে ফেলে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাঙচুর ও লুটপাটের বিচার দাবি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দ্রুত গ্রেফতারের দাবি

দুটি পিএসসি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: আসিফ মাহমুদ

মৎস্য ঘাটের ইজারা বেড়ে দ্বিগুণ, মাছের দাম বাড়ার আশঙ্কা

চলন্ত প্রাইভেটকারে এসে ব্যাগের সাথে নারীকেও টেনে নিয়ে গেল ছিনতাইকারী!