ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে এই হামলা চালিয়েছে তারা।ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল আটকাতে পারেনি বলেও জানিয়েছে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইয়েমেনের হুথি গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে একটি “প্যালেস্টাইন-২” হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একথা জানান।তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

তবে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করেছে। এ সময় বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।২০২৩ সালের নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহত সাগর, আরব সাগর, বাব আল-মানদাব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তারা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই তারা এই আক্রমণ চালাচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।চলতি বছরের জানুয়ারিতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর হুথিরা তাদের হামলা বন্ধ রেখেছিল। তবে সম্প্রতি ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করলে, হুথিরাও পুনরায় আক্রমণ শুরু করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবির সহকারী অধ্যাপক আওয়াল কবির জয় সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

রাজশাহীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদকন্যার আত্মহত্যা

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু