এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আল নাসর

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপের পর এবার এশিয়ার মঞ্চেও শিরোপার খরা কাটানোর পথে। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তার দল আল নাসর। শনিবার (২৬ এপ্রিল) এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি ক্লাবটি।
আল নাসরের জয়ে জোড়া গোল করেছেন দলের নতুন সেনসেশন জন ডুরান। বাকি দুই গোল করেছেন রোনালদো ও সাদিও মানে। ইয়োকোহামার একমাত্র গোলটি করেছেন কোটা ওয়াতানাবে, যিনি পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় আল নাসর। বল দখল, আক্রমণ কিংবা গোলের সুযোগ সবকিছুতেই তারা এগিয়ে ছিল বড় ব্যবধানে। ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি করেন জন ডুরান। এরপর মাত্র ৪ মিনিটের ব্যবধানে ওতাভিওর অ্যাসিস্টে গোল করেন সাদিও মানে। এরপর ৩৮ মিনিটে গোলের খাতা খুলেন রোনালদো। ব্রজোভিচের শট থেকে ফিরতি বল পেয়ে সহজেই জালে বল পাঠান এই পর্তুগিজ মহাতারকা। চলতি চ্যাম্পিয়নস লিগে সাত ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ৮টিতে। পেশাদার ক্যারিয়ারে এটি রোনালদোর ৯৩৪তম গোল, ফলে বহুল প্রতীক্ষিত হাজার গোলের মাইলফলক থেকে তিনি আর মাত্র ৬৬টি গোল দূরে।
আরও পড়ুনদ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আলো ছড়ান ডুরান। তার দ্বিতীয় গোলের মাধ্যমে চলতি চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে ৪ গোল করে ফেললেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১৪ ম্যাচে তার গোলসংখ্যা ৯টি। ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইয়োকোহামার কোটা ওয়াতানাবে। যদিও ম্যাচের বাকি সময়ে ১০ জনের ইয়োকোহামার বিপক্ষে আর গোল বাড়াতে পারেনি আল নাসর। তবে সেমিফাইনাল নিশ্চিত করে চূড়ান্ত পর্বের পথে রোনালদো-ডুরানেরা এখন রীতিমতো আত্মবিশ্বাসী।
মন্তব্য করুন