১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রুডিগার

স্পোর্টস ডেস্ক : রেফারি বিতর্ক শেষে বার্সেলোনার কাছে গতকাল রাতে কোপা দেল রে’র ট্রফি হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই লাল কার্ড দেখেছেন দলটির তিনজন-অ্যান্তোনিও রুডিগার, লুকাস ভাসকেস ও জুড বেলিংহ্যাম।
ম্যাচ শেষে রুডিগার লাল কার্ড পেয়েছেন রেফারির প্রতি অসদাচারণের জন্য। শেষ বাঁশি বাজার আগে এমবাপ্পে ফাউল করেছেন বলে সিদ্ধান্ত দেন রেফারি। এই সিদ্ধান্তেই ক্ষোভে ফুঁসেন জার্মান ডিফেন্ডার। ম্যাচ শেষে রেফারির দিকে বরফখণ্ড ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সতীর্থরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। যদি সত্যিই বরফখণ্ড ছুঁড়ে মেরে থাকেন, তবে রুডিগারের বড় ধরনের শাস্তি হতে পারে। ম্যাচ অফিসিয়ালদের প্রতি এ ধরনের কাজ গুরুতর হিসেবে দেখা হয়। স্প্যানিশ রেডিও ক্যারুসেল ডিপোর্টিভো জানাচ্ছে, রুডিগার শাস্তি পেতে পারেন অনুচ্ছেদ ১০১ অনুযায়ী। এই ধারা ভঙ্গের কারণে ৪ থেকে সর্বোচ্চ ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হয়ে থাকে।
তিনজনের লাল কার্ড দেখার ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হেরেছে। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকলে অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের গোলে বার্সার জয় নিশ্চিত হয়। এর আগে নির্ধারিত সময়ে বার্সেলোনার পক্ষে পেদ্রি ও ফেরান তোরেস গোল করেন। রিয়ালের পক্ষে গোল করেন এমবাপ্পে ও চৌয়ামেনি।
আরও পড়ুনঅতিরিক্ত সময়ে গড়ানো খেলায় দুই দুলই টাইব্রেকারের অপেক্ষায় ছিল। কিন্তু নিজেদের অর্ধে বল ক্লিয়ার করতে গিয়ে মদ্রিচ পাস বাড়ালেন ব্রাহিম দিয়াজের দিকে। বলের দিকে এগোতে গিয়ে হোঁচট খান এই মরোক্কান। ব্যাস! এই সময়টুকুই দরকার ছিলো কুন্দের। আকস্মিকভাবেই উদয় হয় তার। ছুঁটে এসে মাটি কামড়ানো জোরাল শট নিলেন। কোর্তোয়া ডাইভ দিয়েও পেলেন না বলের নাগাল। বল জড়াল জালে। আর সেই গোলে শিরোপা নিশ্চিত হলো বার্সার।
মন্তব্য করুন