ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের 

কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রুশবাহিনী কুরস্ক অঞ্চল পুনর্দখল করেছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের সেনাবাহিনী আট মাস আগে সেখানে পাল্টা হামলা চালানোর পর এমন দাবি করল রাশিয়া। তবে ইউক্রেন সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধ এখনও চলছে।

শনিবার (২৬ এপ্রিল) রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় এই ঘোষণা দেন। যেখানে তিনি বলেন, ‘রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা কুরস্কের শেষ গ্রাম গোর্নালকে ‘মুক্ত’ করেছে।’ এ সময় পুতিন গেরাসিমভকে বলেন, ‘কিয়েভের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’

তবে, ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই দাবির বিরোধিতা করে বলেছে তাদের সৈন্যরা এখনও কুরস্কের কিছু অংশে যুদ্ধ করছে। টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের চিফ অফ স্টাফ বলেন, ‘ইউক্রেনীয় সেনাদের ‘পরাজয়’ সম্পর্কে শত্রুদের বক্তব্য প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়।’ তবে, তিনি স্বীকার করেছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান বাহিনী সেখানে ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করেছে। ফলে সেখানে ইউক্রেনের জন্য পরিস্থিতি ‘কঠিন’ হয়ে পড়েছে।

আরও পড়ুন

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির পূর্ব ও দক্ষিণের কিছু অঞ্চল দখল করে নিয়েছিল রাশিয়া। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকতে কুরস্কের নিয়ন্ত্রণ ধরে রাখতে চেয়েছিল কিয়েভ। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিলো কার্গো প্লেন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

চলনবিলে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

বগুড়ার কাহালুতে ৩ জন গ্রেফতার

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত