ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

‘গঙ্গার পানি নিয়ে চুক্তি ভুল ছিল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব।’

‘গঙ্গার পানি নিয়ে চুক্তি ভুল ছিল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব।’, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের পর বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এছাড়া বাংলাদেশকে ‘সাপ’ হিসেবে উল্লেখ করে কটূক্তি করেছেন তিনি।তিনি ভারত-বাংলাদেশের ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি বাতিলের আহ্বান জানান। তার মতে কংগ্রেস সরকারের আমলে করা চুক্তিটি ভারতের জন্য একটি ভুল ছিল। হিন্দুত্ববাদী বিজেপির এ এমপি বলেন, “গঙ্গার পানি নিয়ে চুক্তি ভুল ছিল। ১৯৯৬ সালে কংগ্রেস সরকার এ ভুল করেছিল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব। এখন তাদের চূর্ণবিচূর্ণ করা সময় এসেছে।”এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের কথাও উল্লেখ করেছেন ঝাড়খণ্ডের এ মন্ত্রী। এ নিতিশ কুমার বাংলাদেশকে নিয়ে প্রায়ই বিভিন্ন অশোভন মন্তব্য করেন। নিশিকান্ত বলেন, “বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলে আসছেন বাংলাদেশের সঙ্গে আমাদের পানি বণ্টন করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ যতদিন সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করবে ততদিন তাদের পানি দেওয়া বন্ধ রাখা উচিত।”

বাংলাদেশ কবে কখন সন্ত্রাসবাদে সমর্থন জানিয়েছে সেগুলোর কোনো প্রমাণ না দিয়েই এমন মন্তব্য করেছেন নিশিকান্ত দুবে।গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের চুক্তি স্থগিত করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান হুমকি দিয়েছে ভারত যদি সিন্ধুর পানির প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিলো কার্গো প্লেন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

চলনবিলে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

বগুড়ার কাহালুতে ৩ জন গ্রেফতার

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত