আড়াইশ’ হাঁসসহ পিকআপ উদ্ধার
বগুড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার, লুন্ঠিত ২৫০টি পাতিহাঁস ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, কাহালু উপজেলার আড়োলা উত্তরপাড়ার মৃত রমজান আলীর ছেলে মো: আলী আজম (৩৬), আদমদিঘী উপজেলার বড় জিনু¦ইর এলাকার মৃত ইব্রাহীম আলীর ছেলে রবিউল ইসলাম (৩২), শেরপুর উপজেলার ভাদরা এলাকার মৃত আব্দুল মান্নান মন্ডলের ছেলে ওমর ফারুক (৩৮), গাবতলী উপজেলার বাইগুনি শাহীরপাড়ার মাহফুজার রহমানের ছেলে মতিউর রহমান মতি (৩৫) ও কাহালুর খিয়ার ভুগইল গ্রামের মো: ময়েজের ছেলে মো: ফরিদ (৪২)।
ডিবি সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা,পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ মো: ইকবাল বাহারের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার ভোর পোনে ৫ টার দিকে শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত আসামি আলী আজম ও রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে ওমর ফারুককে গ্রেফতার করা হয় এবং তার বসতবাড়ির গরু রাখার সেড থেকে লুন্ঠিত ২৫০টি পাতিহাঁস উদ্ধার করা হয়।
এরপর আসামি আলী আজম এর দেওয়া তথ্য মতে গাবতলীর বাইগুনি বাজার হতে মতিউর রহমান মতিকে, এরপর মতির দেয়া তথ্যমতে গাবতলীর গোড়দহ দক্ষিণপাড়া থেকে ডাকাতির মালামাল হাঁস বহন কাজে ব্যবহৃত পিকআপভ্যান জব্দ করা হয়। সেইসাথে সদরের চাঁদমুহা হরিপুর এলাকা থেকে অপর আসামি ফরিদকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা প্রায়ই বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।
আরও পড়ুনডিবি সূত্র আরও জানায়, ধৃত আলী আজম এর বিরুদ্ধে ১৯টি, রবিউল ইসলাম এর বিরুদ্ধে ৬টি, ওমর ফারুকের বিরুদ্ধে ১টি, মতিউর রহমান ওরফে মতির বিরুদ্ধে ৪টি ও মোঃ ফরিদ এর বিরুদ্ধে ১১টি ডাকাতি ও চুরির মামলা আদালতে বিচারাধীন আছে। এদের মধ্যে ওমর ফারুকের বিরুদ্ধে একটি খুনের মামলাও রয়েছে।
উল্লেখ্য, শাজাহানপুরের ফটকি ব্রিজের পাশে গত ২২ এপ্রিল গভীররাতে আফজাল হোসেনের বাড়ির দরজা ভেঙ্গে ৭-৮ জনের ডাকাতদল ভিতরে প্রবেশ করে।
এরপর ডাকাতরা চাকু-ছোরার মুখে আফজাল হোসেনকে জিম্মি করে হাত-পা বেধে ফেলে। এরপর ডাকাতদল তার খামারে থাকা তিনশ’টি হাঁস ও তিনটি হাঁসের ডিম লূট করে পিকআপভ্যানযোগে পালিয়ে যায়। পরে এ ব্যাপারে শাজাহানপুর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন