ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

আগুয়েরোকে টপকে গেলেন সালাহ

আগুয়েরোকে টপকে গেলেন সালাহ

স্পোর্টস ডেস্ক : ২০১৯-২০ মৌসুমের পর আবারও লিগ শিরোপা জয় করেছে অলরেডরা। অলরেডদের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। আর এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলটির মিশরীয় এই তারকা। রোববার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে টটেনহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে একটি গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল ও ১৮টি অ্যাসিস্টসহ ৪৬ গোলে অবদান রেখেছেন সালাহ, যা প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ অবদান। আর রোববার টটেনহ্যামের বিপক্ষে একটি গোল করে ইংল্যান্ডে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি আগুয়েরোকে টপকে গেলেন সালাহ।

২৭৫ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা আর্জেন্টাইন তারকা আগুয়েরো। কিন্তু লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালাহর গোল এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি। সালাহ ও  আগুয়েরোর পর এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাবেক আর্সেনালের ফরাসি তারকা থিয়েরি অঁরি। আর্সেনালের এই ফরাসি কিংবদন্তি ২৫৮ ম্যাচে করেছিলেন ১৭৫ গোল।  

আরও পড়ুন

এদিকে এবারের শিরোপাটা লিভারপুলের কাছে বিশেষ। কারণ, ইংল্যান্ডের সর্বোচ্চ লিগ শিরোপা জয়ী দল হিসেবে এতদিন শীর্ষে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড (২০ বার)। এবার শিরোপা জিতে ইউনাইটেডের সমান শিরোপা এখন লিভারপুলের। ফলে এখন ইংল্যান্ডের সেরা দল আর ম্যানচেস্টার ইউনাইটেড নয়। সেই মুকুটটা এখন লিভারপুলের দখলে।

লিগ শিরোপা ইউনাইটেডের সমান হওয়ার পাশাপাশি লিভারপুল ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। যেখানে ইউনাইটেড জিতেছে তিনবার। লিগ কাপের শিরোপাও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেশি জিতেছে লিভারপুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শুভ জন্মদিন, আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম’

বংশগত কারণেও কারণে ডিপ্রেশন হয় 

রাস্তায় কখন হর্ন বাজাবেন, কখন বাজাবেন না

সোনাগাজীতে ওয়াকফ এস্টেট দখল করে পশুর হাট

কিশোরগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে নিহত ৩

পাবনার সুজানগরে গ্রাহকদের ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিল্ড অফিসার লাপাত্তা