ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে

সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে

এয়ার কন্ডিশনার আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, বিশেষ করে গ্রীষ্মকালে। তবে এসি ব্যবহার করার সময় সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয় হচ্ছে বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়া।

তবে আপনি যদি এসি ব্যবহারের সময় কিছু কৌশল অবলম্বন করেন এবং সচেতন থাকেন তাহলে বিদ্যুৎ খরচ কমানো খুবই সহজ। এছাড়া এসির মোডগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এতে আপনি সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ খরচ কমাতে পারবেন।

জেনে নিন কীভাবে এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমাতে পারেন-

সঠিক তাপমাত্রা সেট করুন
অনেকেই একটা বড় ভুল করেন। আর সেটা হলো ঘরের এসির তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখেন। তাপদাহের মধ্যে তা আরাম কিংবা স্বস্তি দেয় ঠিকই, কিন্তু ঘুমোনোর সময় তা ব্যবহারকারীর দেহে টেম্পারেচার শক তৈরি করতে পারে। আদর্শ স্লিপ টেম্পারেচার হল ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এতে আরামও মেলে। আর এনার্জি কনজাম্পশনও অনেকটাই কমে যায়।

টাইমার অথবা স্লিপ মোড ব্যবহার না করা
বহু আধুনিক এসি-তেই স্লিপ মোড অথবা টাইমার সেটিংস থাকে। কিন্তু ব্যবহারকারীরা সেটিকে কাজে লাগান না। এসি তো প্রচুর দাম দিয়ে কেনা হচ্ছে, তাহলে এর সেরা ফিচারগুলিকে কাজেও লাগাতে হবে। এই ফিচার নিজে নিজেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সারা রাত ধরে। অতিরিক্ত ঠান্ডা হতে পারে না ঘর। আর বিদ্যুৎও সাশ্রয় হয়।

এসি আট ঘণ্টারও বেশি সময় ধরে চালিয়ে রেখে দিলে বিদ্যুতের বিলের বোঝা তো বাড়েই, সেই সঙ্গে ঘরের বাতাসও শুষ্ক হয়ে যায়। তাহলে ঘরে একটি হিউমিডিফায়ার রাখতে হবে। যাতে সেটা ঘরের ময়েশ্চার সেট করে দিতে পারে।

আরও পড়ুন

বিছানার খুব কাছে এয়ার ভেন্ট ব্লক রাখুন
নিশ্চিত করতে হবে যেন, ঠান্ডা বাতাস প্রবাহ সরাসরি বিছানায় না পৌঁছয়। আসলে অবিরাম যদি ঠান্ডা বাতাস শরীরের উপর আঘাত করে, তাহলে স্টিফ নেক, মাথাব্যথা এবং গলা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এসি ইউনিট থেকে ৩-৪ ফুট দূরে রাখতে হবে বিছানা।

এসি ফিল্টার ক্লিনিং না করা
নোংরা ফিল্টার থেকে ধুলা, ব্যাকটেরিয়া এবং অ্যালার্জি ছড়িয়ে দিতে পারে। এটা আবার অ্যাজমা অথবা অ্যালার্জির রোগীদের জন্য বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে। তাই প্রত্যেক মাসে ফিল্টার পরিষ্কার করতে হবে অথবা তা বদল করতে হবে। এতে এসির কার্যকারিতা বজায় থাকবে।

রুম ইনস্যুলেশন ঠিক রাখুন
দুর্বল তাপ নিরোধক রয়েছে, এমন ঘরে এসি ব্যবহার করলে শক্তির অপচয় হয়। ঘরের দরজা এবং জানলা বন্ধ করা কি না, সেটা দেখা নিতে হবে। রোদের তাপ ঘরে যাতে না আসে, তার জন্য পর্দা ব্যবহার করতে হবে। এতে ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া খেলবে এবং এসির উপর চাপ পড়বে না। এর পাশাপাশি হাওয়া খেলার জন্য ঘরে হালকা করে সিলিং ফ্যান চালিয়ে রাখতে হবে।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভাইসে ট্রান্সফরমার ও খাঁচাবন্দি মিটার, তবুও থামছে না চুরি

নৃত্য ও সুস্থতা : আত্মার আরাধনায় শরীর ও মন

কুড়িগ্রামের উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে স্কুল শিক্ষার্থী

আমার নূপুরের ধ্বনি, ছড়াক মানবতার বাণী

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতিসহ চায়না দুয়ারি জাল জব্দ

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন-ফ্রান্স-পর্তুগাল