ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

দ্রুতই ডিএসসিসির মেয়রের চেয়ারে বসছেন ইঞ্জিনিয়ার ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘোষণা করা হয়েছে। ডিএসসিসির দায়িত্ব নিতে আর কোন বাধা নেই তার। তবে, ডিএসসিসির দায়িত্ব নিয়ে ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসবেন কি ?এমন প্রশ্ন রাজনৈতিকসহ বিভিন্ন মহলে ‘ঘুরপাক’ খাচ্ছে।


এদিকে, ইশরাক হোসেন-এর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বভার নিতে ইশরাক হোসেনের আগ্রহ রয়েছে। যতদ্রুতই সম্ভব তিনি মেয়রের চেয়াবে বসবেন। তবে, ওই সূত্র জানায়, সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসতে হবে।


গত রোববার ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ‘ঘোষণা’ করে নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করেছে। ওই দিন রাতে রাত ১১টার দিকে ইসি সচিব আখতার আহমেদ গেজেট প্রকাশ করেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত। একইসঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র নির্বাচিত ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন।

আরও পড়ুন


গত ২৭ মার্চের রায়ের পর গেজেট প্রকাশের বিষয়ে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি। মতামত এলে গত রোববার রাতেই গেজেট প্রকাশের জন্য চিঠি বিজি প্রেসে পাঠানো হয়। এরপর রাত ১১টার দিকে গেজেটটি প্রকাশ করা হয়। ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভাইসে ট্রান্সফরমার ও খাঁচাবন্দি মিটার, তবুও থামছে না চুরি

নৃত্য ও সুস্থতা : আত্মার আরাধনায় শরীর ও মন

কুড়িগ্রামের উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে স্কুল শিক্ষার্থী

আমার নূপুরের ধ্বনি, ছড়াক মানবতার বাণী

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতিসহ চায়না দুয়ারি জাল জব্দ

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন-ফ্রান্স-পর্তুগাল