বিএনপির সঙ্গে তিন দলের বৈঠক

বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে পৃথক বৈঠকে বসেছে ন্যাপ ভাসানী, আমজনতার দল ও পিপলস পার্টি। সোমবার (২৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টা ২৫ মিনিটে প্রথমে বিএনপি ও ন্যাপ ভাসানীর মধ্যে বৈঠক শুরু হয়। দলটির সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়।
এরপর বিকেল ৪টা ২০ মিনিটে আমজনতার দলের সঙ্গে বৈঠক হয়। মশিউজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয় এ বৈঠকে।
আরও পড়ুন
সবশেষ বিকেল ৫টা ১০ মিনিটে পিপলস পার্টির সঙ্গে বৈঠক শুরু হয়। দলের সহ-সভাপতির নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।
তিনটি বৈঠকেই বিএনপির পক্ষে নেতৃত্ব দেন লিয়াঁজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু (প্রথম দুই বৈঠকে) এবং ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
মন্তব্য করুন