বগুড়ার শেরপুরে সম্পত্তির জন্য দুই ছেলের বিরুদ্ধে বাবাকে আটকে রাখার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে সম্পত্তি নিজেদের নামে লিখে না দেয়ার বাবাকে আটকে রাখার অভিযোগ উঠেছে দুই ছেলে ও ছেলে বউদের বিরুদ্ধে। এই ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী গ্রামের।
শেরপুর থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী গ্রামের আব্দুস সামাদ ২ ছেলে ও ৪ মেয়ের বাবা। তার ১৪-১৫ বিঘা সম্পত্তি ওয়ারিশ অনুযায়ী সকলকে দেয়ার পর ৪২ শতাংশ জমি নিজের নামে রেখেছেন। ছেলেরা কোন ভরণপোষন না দিয়ে উল্টো ওই ৪২ শতক জমি নিজেদের নামে লিখে দিতে বললে তিনি রাজী না হয়ে সম্পত্তি ওয়ারিশ অনুয়ায়ী সকলকে দিতে চাইলে ছেলেরা তাতে রাজী হয়নি।
তার জমিজমা ২ ছেলে কায়কোবাদ ও কাউছার লিখে নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে ব্যর্থ হয়ে ৪/৫ মাস আগে জোর করে লিখে নিতে রেজিস্ট্রার নিয়ে গেলেও গ্রামবাসী ও মেয়েদের বাধায় সম্ভব হয়নি। পরবর্তিতে তিনি নিজের বাড়ি থেকে চলে এসে মেয়েদের বাড়িতে অবস্থান করেন। এরই ধারাবাহিকতায় গত রোববার গ্রামের মসজিদে মাগরিবের নামাজ পড়ে মেয়ের বাড়িতে যাবার সময় দুই ছেলে ও ছেলের বউ মিলে তাকে জোর করে ধরে নিয়ে বাড়িতে আটকে রেখেছেন।
পরবর্তীতে মেয়েরাসহ গ্রামের মুরুব্বিরা মিলে তাকে উদ্ধারের জন্য গেলে ছেলেদের এককথা জমি জমা তাদের নামে লিখে না দেয়া পর্যন্ত তার বাবাকে ঘর থেকে বের হতে দেবেননা। এই ঘটনায় বাবাকে বন্দিদশা থেকে উদ্ধারের জন্য আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় আব্দুর সামাদের মেয়ে তানজিলা বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
আরও পড়ুনঅভিযোগের বিষয়ে ছেলে কাউছারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস হোসেন বলেন, এই ঘটনা শোনার পর আমিসহ এলাকার কিছু মুরুব্বি আব্দুস সামাদের বাড়িতে গেলে তিনি সেখান থেকে চলে আসতে চাইলেও ছেলেদের বাধার কারণে সেটি সম্ভব হয়নি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
মন্তব্য করুন