ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

"আমি এখানে কারো নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি"

আজমেরী হক বাঁধন

আমি এখানে কারো নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। কোথাও ছিল না কোনো আনাগোনা।

সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে ফুঁসে উঠেছে শোবিজ অঙ্গন। প্রতিবাদ জানিয়ে সোশ্যালে সরব হয়েছেন বাঁধনও। তাকে নিয়েও আবার কেউ কেউ সমালোচনা করছেন। তবে কোনো মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী।

এক পোস্টে সেসব সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি লেখেন, জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে আমি সব কিছুতে অবিলম্বে প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মাঝে মাঝে নীরবতাকেও বিশ্বাসঘাতকতা মনে হয়।

আরও পড়ুন

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পোস্টের এক স্ট্যাটাসে আজমেরী হক বাঁধন লেখেন, ‘আমি এখানে কারো নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি। আমার জীবন, আমার নিয়ম। আমি কী করব, কিভাবে বাঁচব, আর কী হব, তা একমাত্র আমিই ঠিক করি। আমার পথ আমি নিজেই বেছে নিই, আমার সিদ্ধান্ত আমারনিজের। কারো অনুমতি, প্রশংসা কিংবা স্বীকৃতির প্রয়োজন নেই আমা র। আমি শুনি যখন চাই, করি যখন মন চায়, আর যে যা-ই বলুক, নিজের অবস্থানে অটল থাকি। আমাকে নিয়ন্ত্রণ করবে? কখনো না, কোনো দিন না।

’এর আগে এক পোস্টে ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘ইরেশ জাকের সব সময় সত্যের পক্ষে ছিলেন। সংগ্রামের প্রতিটি মুহূর্তে তিনি আমাদের পাশে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন। ৪ আগস্ট কারফিউ ঘোষণার সময় আমরা একসঙ্গে শাহবাগে ছিলাম। সেই রাতে গণভবন যাওয়ার চাপ ছিল তীব্র। কিন্তু ইরেশ জাকের প্রত্যাখ্যান করেছেন। তিনি চাপের মুখে না গিয়ে সত্যের সঙ্গে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আজ তাকে হেনস্তা হতে দেখা হৃদয়বিদারক।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার