বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের অপহৃত ছাত্র সাদিকুর রহমান বাঁধন (১৩)কে উদ্ধার এবং এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ ছেলেটিকে উদ্ধার এবং ওই নারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ববি খাতুন ওরফে বৃষ্টি (২২) শেরপুর উপজেলারমধ্যভাগ এলাকার মৃত আবু বক্করের মেয়ে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার মো: জুলফিকার আলী এই মামলা দায়ের করেন। মামলার আর্জিতে বাদি জুলফিকার রহমান উল্লেখ করেন, আসামি ববি খাতুন বৃষ্টির সাথে তার ছেলে আতিক হাসান রাহুলের সাংসারিক বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায়।
গত ১৫ এপ্রিল তার ছেলে ববি খাতুর বৃষ্টিকে তালাক দেয়। এ কারনে সাবেক পুত্রবধূ ববি খাতুন বৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মোবাইল ফোনে তার ছেলে রাহুলকে অপহরণ ও খুনের হুমকি দেয় এবং পরিবারের সদস্যদের ক্ষতি করবে বলে শাসায়। এই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল দুপুর ১২ টার দিকে আসামি ববি খাতুন বৃষ্টি ও মিম আক্তারসহ ৮/১০ জন আসামি তার নাতি ৮ম শ্রেণির ছাত্র সাদিকুর রহমান বাধন পরীক্ষাশেষে স্কুল থেকে বের হওয়ার সাথে সাথে আসামিরা তাকে অপহরণ করে সিএনজি চালিক একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে এবং মোবাইল ফোনে তার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
আরও পড়ুনমুক্তিপণ না পেলে তার নাতিকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। তারা মুক্তিপণের টাকা দেয়ার জন্য তাকে কখনও হাকির মোড়ে, আবার কখনও টিএমএসএস মার্কেট, আবার কথনও পুলিশ প্লাজায় সামনে আসতে বলে। কিন্তু তাদের কথা মত তিনি ও পরিবারের লোকজন ওই সব স্থানে গেলেও অপহৃত বাধনের খোঁজ পায়নি। এতে শংকিত হয়ে তিনি পুলিশের জরুরীসেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
ফোন পেয়ে সদর থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় সাবেক আলতাফ আলী মার্কেটের গলির মধ্যে অভিযান চালিয়ে তার নাতি বাঁধনকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ববি খাতুন ওরফে বৃষ্টিকে গ্রেফতার করে। তবে তার সহযোগী মিম ও অন্য আসামিরা পালিয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) গ্রেফতার ববি খাতুন বৃষ্টিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন