ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে।

এ উপলক্ষে ২৯ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার), সকাল ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে সমঝোতা স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফরিদ মো. শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, ফিন্যান্স অ্যান্ড একাউন্টস-এর উপ-পরিচালক মো. আব্দুস সালাম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর উপ-পরিচালক মো. সিরাজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ইনফরমেশন-এর অ্যাসিটেন্ট ম্যানেজার মো. নাজমুস সালেহীন, অ্যাসিটেন্ট ম্যানেজার মো. হোসাইন আলী, মার্কেটিং-এর অ্যাসিটেন্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম এবং কাস্টমার সার্ভিস-এর অ্যাসিটেন্ট ম্যানেজার মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

এই সমঝোতা স্মারকের ফলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন সেবায় বিশেষ ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন, যা বিশ্ববিদ্যালয় পরিবারকে মানসম্মত চিকিৎসা সেবা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ডে দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করার আশা প্রকাশ করে।

উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘এই সমঝোতা আমাদের শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুযোগ সৃষ্টি করবে। একাডেমিক সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্যসেবায় এ ধরনের সুবিধা আমাদের সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিন্ময় দাসের জামিন স্থগিত

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক খাইয়ে টাকাসহ অলংঙ্কার চুরি

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে চরম প্রতিশোধ বাংলাদেশের

এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ওসি এসআইয়ের বিরুদ্ধে আদালতে নালিশি

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় বদরগঞ্জে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন