বগুড়ার আদমদীঘিতে পাঁচ মাদকসেবীর জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মাদকদ্রব্য সেবনের দায়ে পাঁচ মাদকসেবীকে তি মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা সুলতানা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনকালে তাদের আটক করা করে এই আদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো-নওগাঁর বদলগাছি উপজেলা সদরের মাহবুব আলমের ছেলে লিওন হোসেন, একই এলাকার আব্দুর রহমানের ছেলে সাগর হোসেন, একই জেলার ধামুরহাটের আব্দুল লতিফের ছেলে মোরশেদুল ইসলাম, জয়পুরহাটের পাঁচবিবির হাসান আলীর ছেলে ফারুক হোসেন এবং নওগাঁ সদরের আকরাম হোসেনের ছেলে সম্রাট মিয়া। দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন