সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে র্যাব-১২ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাত ৮ টায় জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮৭ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত টিটু সিকদার (২৫) বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদপাড়া) গ্রামের রহিম সিকদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
আরও পড়ুনতাছাড়া আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার র্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
মন্তব্য করুন