রেকর্ড গড়ে আইপিএলে হ্যাট্রিক উইকেট শিকার চাহালের

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ২ বছর পর হ্যাটট্রিক করলেন যুজভেন্দ্র চাহাল। এরফলে রেকর্ড বুকে নতুন করে জায়গা পেয়েছেন তিনি।
ব্যাটারদের প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ আইপিএলে ২০২৩ সালের পর হ্যাটট্রিকের বিরল রেকর্ড ফিরিয়ে আনলেন চাহাল। হ্যাটট্রিকসহ এক ওভারেই ৪ উইকেট শিকার বরেন তিনি। আইপিএল ক্যারিয়ারে এটি চাহালের দ্বিতীয় হ্যাটট্রিক যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে টুর্নামেন্টটিতে দু’বার হ্যাটট্রিক করেন যুবরাজ সিং। তিনবার হ্যাটট্রিক করে অমিত মিশ্র আছেন সবার শীর্ষে। আইপিএলের এক ওভারে তিনিই একমাত্র বোলার যে দুইবার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন। যা আর কারও নেই। এর আগে তিনি ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এক ওভারে চার উইকেট নিয়েছিলেন। চেন্নাইয়ের বিপক্ষে প্রথম কোনো বোলারের হ্যাটট্রিকের কীর্তি এটি। এক ফ্র্যাঞ্চাইজির হয়েই চাহাল ২ বার হ্যাটট্রিক করলেন।
আরও পড়ুনমন্তব্য করুন