মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে দিনমজুরকে হত্যা; শটগান উদ্ধার

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকা থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ মে) মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় একটি শটগান ও দুইটি কার্তুজ।
নিহতের নাম সানা মাঝি (৪২)। তিনি ওই গ্রামেরই মৃত মোহাম্মদ মাঝির ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্রসহ এক ডাকাতকে আটক করা হয়েছে, স্থানীয়দের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় মরদেহের পাশে একটি একনলা শটগান ও দুইটি কার্তুজ পড়ে ছিল।
আরও পড়ুননিহতের স্ত্রী ফাতেমা বলেন, ‘‘গতকাল বিকেল ৩টায় আমার স্বামীকে স্বাধীন নামের স্থানীয় এক যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে খবর পাই, সড়কে তার মরদেহ পড়ে আছে।’’
তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার স্বামীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানা মাঝির পরিবারের সঙ্গে স্থানীয় বাবু মাঝির পরিবারের বিরোধ ছিল। বাবু মাঝির ভাই শিপন মাঝি হত্যা মামলায় সানা মাঝির আট ভাই আসামি ছিলেন। পরে সবাই সেই মামলায় খালাস পেয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে কোনো ডাকাতির ঘটনা ঘটেছে বলে মনে হয়নি। নিহতের ভাই অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’
অভিযোগের বিষয়ে জানতে বাবু মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
মন্তব্য করুন