পাবনার ভাঙ্গুড়ায় মাদকসহ ব্যবসায়ী আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশ মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে কোর্টে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৭ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের দক্ষিণ মেন্দা কুমড়া ডাঙ্গার ভাড়াবাসা থেকে (কে.এম হানিফ বাবলুর বাসা কমপ্লেক্স) থেকে চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শামসুল আলমের পুত্র ও মাদক ব্যবসায়ী তানভীর আহমেদ শিমুল (২৬) কে আটক করে এবং এ সময় পলাশ হোসেন (৩৫) নামের অপর মাদক ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে।
পুলিশ দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা জব্দ করে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন