ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা ও চিলি

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা ও চিলি। প্রতীকী ছবি

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলির দক্ষিণাঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির পরপরই আরও দুটি আফটারশক অনুভূত হয়। প্রাণহানির কোনো খবর না মিললেও ভূমিকম্পের তীব্রতা এবং উপকূলের নিকটবর্তী অবস্থান বিবেচনায় চিলি কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে। খবর বিবিসি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় শুক্রবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে, ড্রেক প্যাসেজ অঞ্চলে। ভূমিকম্পটি উপকূলীয় অঞ্চলে বেশ তীব্রভাবে অনুভূত হয়।

চিলির সরকার ভূমিকম্পের পরপরই উপকূলবর্তী অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, আমরা ম্যাগালানেস অঞ্চলজুড়ে উপকূলীয় এলাকা খালি করার আহ্বান জানাচ্ছি।

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ওএনইএমআই ) এক বিবৃতিতে জানায়, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। আমরা নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি যেন সবাই কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী দলের নির্দেশনা অনুসরণ করেন।

আরও পড়ুন

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উপকূলীয় বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৩০ মিটার উঁচু নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। যে কোনো সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সরকার প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রসঙ্গত, ভূমিকম্প-প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত চিলি ও আর্জেন্টিনায় অতীতেও শক্তিশালী ভূমিকম্প দেখা গেছে। ২০২৫ সালের এই ভূমিকম্পটি সেই ধারাবাহিকতায় আরও একটি বড় ভূ-কম্পন হয়ে রেকর্ডে যুক্ত হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

"রায় মেডিক্যাল সলিউশন" এর মোহনগঞ্জ শাখা অফিস উদ্বোধন

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ