বিয়াম মডেল স্কুল ও কলেজ সরকারিকরণসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বিয়াম মডেল স্কুল ও কলেজ বগুড়াকে সরকারিকরণ, হয়রানিমূলক বদলি বাতিল, ৬ জন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ থেকে অব্যাহতি প্রদানসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ শুক্রবার (২ মে) সংবাদ সম্মেলন করেছেন। বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী শিক্ষক মীর মোশারফ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালে বিসিএস (সাধারণ শিক্ষা) কর্মকর্তাদের নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিসিএস (সাধারণ শিক্ষা) কর্মকর্তা দ্বারা পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটির সুনাম ও সুখ্যাতি বগুড়াসহ সমগ্র উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে।
বিগত ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় বগুড়া মডেল স্কুল ও কলেজ (বর্তমান-বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া) কে বাদ দিয়ে প্রকল্পের ১১টির মধ্যে ৯টি মডেল বিদ্যালয়কে রাজস্ব খাতে নিয়ে প্রজ্ঞাপন জারি করে।
আরও পড়ুনসংবাদ সম্মেলনে এই প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার সাতমাথায় বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন ও গণস্বাক্ষরতা কর্মসূচি পালন এবং আগামি ৪ মে, রোববার জেলা প্রশাসক ও পরিচালক, আঞ্চলিক কেন্দ্র, বিয়াম ফাউন্ডেশন বগুড়া বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন