ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

১৭ বছর বয়সে ইয়ামালকে এই স্তরে দেখা অবিশ্বাস্য : হ্যান্সি ফ্লিক

১৭ বছর বয়সে ইয়ামালকে এই স্তরে দেখা অবিশ্বাস্য : হ্যান্সি ফ্লিক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ১৭ বছর বয়সে লামিন ইয়ামাল যেভাবে পরফর্ম করছে তা অবিশ্বাস্য। কিংবদন্তিদের তালিকায় থাকতে হলে পরিশ্রমের ধারাবাহিকতা থাকতে হবে। এমনটা মনে করেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। 

আর ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তির্ভোর বিশ্লেষণ, ইয়ামাল এই বয়সে যা অর্জন করেছে তার তুলনা মেসি বা রোনালদো নন, বরং পেলের সঙ্গেই করা যায়। লম্বা একটা সময় মেসি-রোনালদোর তুলনায় পার করেছে ফুটবল ভক্তরা। দুই কিংবদন্তির ক্যারিয়ার এখন গোধুলী লগ্নে। তাদের পরবর্তী কারা হবেন ফুটবলের শীর্ষ তারকা। সেই হিসেবও কষতে শুরু করেছেন ভক্তরা। নেইমারের ক্যারিয়ার অনেকটাই ফিকে। এমবাপ্পে, ভিনিসিয়ুসদের নিয়ে আলোচনা তুঙ্গে। তবে নতুন করে আলো ছড়াচ্ছেন স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল। মূলত তার বয়স আর প্লেইং স্ট্যাইলের কারণে তাকে নিয়েই স্বপ্নবাজ ফুটবল প্রেমীরা।

১৭ বছর বয়সে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ, হয়েছেন সেরা উদীয়মান ফুটবলার। চোখ ধাঁধানো গোলে মন কেড়েছেন ফুটবল বোদ্ধাদের। পায়ের জাদু থেমে নেই। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ। আরও একটা লিগ পকেটেই পুরে রেখেছেন। তবে এই ফুটবলার আলোচনায় চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলাদের বিপক্ষে দুর্দান্ত গোল করে। যদিও তার দল ৩-৩ গোলে ড্র করেছে। তবে গোল করা আর গোল করানোর ধরনে অনেকেই তাকে তুলনা করছে মেসি-রোনালদোর সঙ্গে। তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো বলছে, ইয়ামালের অর্জনের দিক থেকে তুলনা চলে শুধু ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে। বার্সা’র হয়ে এ পর্যন্ত ১০০ ম্যাচে ২২ গোল করার পাশাপাশি ৩৩টি গোল করিয়েছেন ইয়ামাল। যেখানে তার ধারে কাছেও নেই মেসি বা রোনালদো। এমন কি আর্জেন্টিনাকে ১৯৮৬’র বিশ্বকাপ জেতানো ম্যারাডোনাও তার পেছনে।

আরও পড়ুন

বার্সা কোচ হ্যান্সি ফ্লিক খুশি ইয়ামালকে তার দলে পেয়ে। এই স্প্যানিশের ভবিষ্যৎ নিয়ে এখনি খুব বেশি কিছু বলতে চান না তিনি। তবে বড় তারকাদের স্তরে যাওয়ার জন্য দিলেন পরামর্শ। হ্যান্সি ফ্লিক বলেন, ‘যখন আপনি মেসি, রোনালদোদের স্তরে যেতে চাইবেন তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইয়ামাল তাদের স্তরে যেতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে। আমরা সত্যিই খুশি যে সে আমাদের সঙ্গে খেলছে। ১৭ বছর বয়সে তাকে এই স্তরে দেখা অবিশ্বাস্য। এই স্তরে থাকতে হলে তাকে নিয়মিত কঠোর পরিশ্রম করে যেতে হবে। সম্ভবত আরও ভালো হতেও পারে। আমি মনে করি এটিই সে চায়।’ মেসি পরবর্তী যুগে বাঁ পায়ের জাদুতে ফুটবল দুনিয়া মাতিয়ে রাখুক ইয়ামাল, সেটাই প্রত্যাশা সবার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি