ভিডিও সোমবার, ১০ মার্চ ২০২৫

দেওয়ানগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে মনিকা রানী (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (৯ মার্চ) দিবাগত রাতে হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামে নিজ ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। 

মনিকা রানী আমখাওয়া গ্রামের মনি চন্দ্রের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান।

জানা যায়, দুদিন আগে বাবা মনিচন্দ্র মাছ ধরার জন্য নদীতে যায় এবং মা জরুরি কাজে দেওয়ানগঞ্জ শহরে যায়। তার মা সন্ধ্যায় ফিরে নিজ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরী মনিকা রানীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে মনিকা রানীর মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির সব ফর্মেটে কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের নাম প্রত্যাহার

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

নারী ও শিশুর প্রতি যৌন সহিংতা বৃদ্ধিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ

হৃদয়স্পর্শী বার্তা দিলেন তামান্না

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সুরক্ষিত রোহিত-গম্ভীর

প্রথমবার একসঙ্গে শ্যামল মাওলা- সাবিলা নূর