ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা হত্যার ঘটনায় ৩ নারী গ্রেফতার 

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা হত্যার ঘটনায় ৩ নারী গ্রেফতার 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : কাজিপুর উপজেলার চরগিরিশে মাদকাসক্ত নিজ সন্তান ও চাচাতো ভাইদের নির্মম প্রহারে কৃষক সেলিম মিয়া (৪৭) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ শনিবার (৩ মে) সকালে কাজিপুর থানায় মামলাটি করেন নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ক’জনকে আসামি করা হয়েছে।

দুপুরেই থানা পুলিশ এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জহুরুল ইসলাম শহীদুলের স্ত্রী নাজমুন্নাহার ওরফে সাথী খাতুন (৩৯) আব্দুল খালেকের স্ত্রী শ্রাবন্তী খাতুন (২৫) এবং আব্দুস সালামের স্ত্রী মমতা খাতুন ( ৪৫)। তাদের সবার বাড়ি ভেটুয়া জগন্নাথপুর।

এদিকে শুক্রবার রাতেই নিহত সেলিম মিয়ার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে জানান মামলার বাদী সিরাজুল ইসলাম। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের আজ শনিবার (৩ মে) দুপুরে সিরাজগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল দশটায় নিজ বাড়িতে নিজের মাদকাসক্ত সন্তান ও মাদকের সাথে জড়িত প্রতিবেশী দুই চাচাত ভাইয়ের মারপিটে মারাত্মক আহত হন সেলিম মিয়া। ওইদিন রাত দশটায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেলিম মিয়া। সেলিমের স্ত্রী জান্নাতি খাতুন চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের বাধায় আজারবাইজান সফর বাতিল নেতানিয়াহুর

শিরোপা উদযাপনের অপেক্ষায় বায়ার্ন মিউনিখ

ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনা থেকে সরে গেল যুক্তরাষ্ট্র

নির্বাচন নিয়ে জানতে চেয়েছে রাশিয়া : আমীর খসরু

শিরোপার পথে আরও এগিয়ে গেল বার্সা

মানবিক করিডর নিয়ে কোনও চুক্তি হয়নি : নিরাপত্তা উপদেষ্টা