মাধবপুরে অস্ত্রসহ দুই ডাকাত আটক

নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে চাইনিজ কুড়ালসহ দুই জনকে আটক করা হয়েছে।
শনিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শিব জয়নগর গ্রামের চান্দু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৩) ও হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়া (১৯)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে হরিতলা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি চাইনিজ কুড়াল। আটককৃতদের বিরুদ্ধে পূর্বে থানায় ডাকাতি ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
মন্তব্য করুন