ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

সরকারি প্রাথমিকের শিক্ষকরা আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন

সরকারি প্রাথমিকের শিক্ষকরা আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন, ছবি: সংগৃহীত।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার (৫ মে) থেকে কর্ম বিরতিসহ আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছে। আন্দোলন কর্মসূচি চলবে ২৬ মে পর্যন্ত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড নির্ধারণের প্রস্তাবনার পর নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। 

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি। পরদিন ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টার কর্মবিরতি, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ২৫ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি। তবে এই আন্দোলন কর্মসূচির আওতামুক্ত থাকবে পরীক্ষা কার্যক্রম।

আরও পড়ুন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডের প্রস্তাবনা মেনে নিতে পারছি না। আমরা চাই ন্যূনতম ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন নির্ধারণ এবং  প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। পাশাপাশি উন্নীত স্কেল ও উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান করে ১০ বছর ও ১৬ পূর্তিতে সহকারী শিক্ষকদের ১ম ও ২য় উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে দ্রুত ব্যবস্থা যেন নেয় মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

তিন শিশুসহ আরও ১৬ ফিলিস্তিনিকে হত্যা

চিকিৎসকদের প্রেসক্রিপশনে ওষুদের জেনেরিক নাম লিখতে হবে : সংস্কার কমিশন

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৫ হাজার হজযাত্রী, মৃত্যু ২

আর্জেন্টাইন নতুন বিস্ময়বালকে নিয়ে টানাটানি

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দরকার হবে না : পুতিন