ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৫ হাজার হজযাত্রী, মৃত্যু ২

সৌদি পৌঁছেছেন সাড়ে ২৫ হাজার হজযাত্রী, মৃত্যু ২, ছবি: সংগৃহীত।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সাড়ে ২৫ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ২০ হাজার ৮৬৪ হজযাত্রী।

আজ সোমবার (৫ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ সম্পর্কিত হেল্প ডেস্কের তথ্য মতে, ৬২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৬টি, সৌদি এয়ারলাইনস ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সবশেষ ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭) নামে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর আগে ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় রাজবাড়ি পাংশার মো. খলিলুর রহমান (৭০) হৃদ্যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। 

 চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল থেকে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এবারের হজ ফ্লাইট। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

আরও পড়ুন

উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে স্বাগত জানানো নিয়ে নতুন নির্দেশনা

শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর দুই দিন পর মরদেহ উদ্ধার

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপ

স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা

ফেসবুকে গান পোস্ট করে সাংবাদিকের জে-ল: প্রতি-বাদে সাংবাদিকদের মানববন্ধন | Daily Karatoa

এবার আরেকটি নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিলো ভারত