ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই-২২ ব্যাচের শিক্ষার্থী তৌকির আহমেদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই-২২ ব্যাচের শিক্ষার্থী তৌকির আহমেদ আবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রোডের শাহ শিরিন সড়কের একটি ভাড়া বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তৌকির আহমেদ আবিদ (২৩) সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আবিদের সহপাঠীরা জানান, দুপুরে দরজা বন্ধ পেয়ে তারা ভেঙে ভেতরে গিয়ে তাকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হরিণটানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজের হিমাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, "ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।"

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, এই ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে

বগুড়ার দুপচাঁচিয়ায় স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেফতার