ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

ব্রাজিলের দায়িত্ব নিতে রিয়ালের সঙ্গে সমঝোতা আনচেলত্তির

ব্রাজিলের দায়িত্ব নিতে রিয়ালের সঙ্গে সমঝোতা আনচেলত্তির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কার্লো আনচেলোত্তি এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে আর থাকছেন না, এটা মোটামুটি নিশ্চিতই ছিল। একই সঙ্গে ব্রাজিলের কোচ হওয়ার প্রতি এই ইতালিয়ানের দুর্বলতার কথাও সকলেরই জানা। এসব নিয়ে রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে একটা জটিলতা তৈরি হয় আনচেলত্তির।

তবে মার্কিন সংবাদপত্র দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তি বিদায়ের শর্তাবলি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন রিয়ালের সঙ্গে। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনচেলত্তি এই গ্রীষ্মেই ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করবেন। 

আনচেলোত্তি অনেকদিন ধরেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে আসছিলেন। এই মৌসুমে কিলিয়ান এমবাপেকে দলে টানার পরও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে লস ব্ল্যাঙ্কসরা। লা লিগাতে হতাশাজনক মৌসুম পার করছে রিয়াল। এসব মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যু থেকে আনচেলত্তির দ্বিতীয়বার ছাঁটাই হওয়াটা অনিবার্য। তবে এই ৬৫ বছর বয়সী কোচের সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। কিভাবে বা কোন পন্থায় চুক্তির বাকি সময়ের বেতন দেওয়া হবে, এই ব্যাপারে ঐক্যে পৌঁছাতে পারছিল না দুইপক্ষ। আশার কথা হচ্ছে এই ঝামেলা মিটে গিয়েছে রিয়াল এবং আনচেলত্তির মাঝে।

আরও পড়ুন

রিয়াল শীঘ্রই আনচেলোত্তির বিদায় ঘোষণা করতে পারে। আগামী সপ্তাহে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর পরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা বেশি। শিরোপা ধরে রাখতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে লস ব্লাঙ্কসদের। লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকতে বার্সা চার পয়েন্টে এগিয়ে রয়েছে। এদিকে ব্রাজিলের ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগের জন্য ২০ মে সময়সীমা নির্ধারণ করেছিল। অন্যদিকে মাদ্রিদের সঙ্গে আনচেলোত্তির আলোচনার গতি থেমে যাওয়ায় তার নিয়োগ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে মাদ্রিদের সঙ্গে মৌখিক সমঝোতা হওয়ায় জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলিতে তিনি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে তার যে চুক্তি হবে, তাতে তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন।

মৌসুম শেষে আনচেলোত্তির বিদায়ের বিষয়টি চূড়ান্ত হওয়ায়, মাদ্রিদকে দ্রুত নতুন কোচ নিয়োগ দিতে। মৌসুম শেষেই যে ক্লাব বিশ্বকাপ শুরু হবে জুনের মাঝামাঝি। বায়ার লেভারকুজেনকে ঐতিহাসিক ২০২৩-২৪ মৌসুম বুন্দেসলিগা শিরোপা উপহার দেওয়া জাবি আলোনসো এই মুহূর্তে রিয়ালের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। তবে অন্তর্বর্তীকালীন দায়িত্বে ক্লাবের বর্তমান ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারিকেও বিবেচনায় রাখছে রিয়াল সভাপতি পেরেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পাচারকালে ২ কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস

গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

এলাকায় ফেরার সময় সাথে থাকা তিন বন্ধুর গুলিতে যুবক নিহত

রাতে রুটি খাওয়ার অপকারিতা

সিলেটে ছেলের হাতে আইনজীবী বাবা খুন, তিনজনের মৃত্যুদণ্ড