নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি মনিরুল ইসলাম (৩৪) ও আক্তারুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম উপজেলার চকবিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ও আক্তারুল ইসলাম একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, গ্রেফতারকৃতরা পোরশা থানায় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আজ বুধবার (৭ মে) তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুনমন্তব্য করুন