ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : ক’দিন পরেই শুরু হবে মধুমাস জ্যৈষ্ঠ। আম-লিচুসহ নানা রসালো ফলে ভরে উঠবে বাজার। তবে এরই মধ্যে বগুড়ার বাজারে দেখা মিলছে গোবিন্দভোগ ও গোপালভোগ আমের। মিলছে লিচুরও দেখাও। পরিপক্ব ও পরিপুষ্ট না হলেও মৌসুমের নতুন এই ফলগুলোর দামও চড়া।

বগুড়া শহরের কাঁঠালতলা, কাজী নজরুল ইসলাম সড়ক, সাতমাথাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানে মিলছে আম-লিচু। দোকানীরা গোবিন্দভোগ ও গোপালভোগ নাম করে আম বিক্রি করছেন। আবার কোন কোন দোকানী হিমসাগর বলেও আম বিক্রি করছেন। এসব আম সাতক্ষীরা ও যশোরের বলে দাবি করছেন তারা।

আকার ও মানভেদে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা কেজি পর্যন্ত। এছাড়াও বাজারে পাওয়া যাচ্ছে বারোমাসি ও গুটি আম। এদিকে  লিচু এখনও তেমন ওঠেনি। তবে নাটোরের বোম্বাই বা মাদ্রাজ নামের অপরিপক্ব একশ’ লিচুর দাম চাওয়া হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। আর প্রতি কেজি লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আগামী এক থেকে দু’সপ্তাহ এগুলোই বাজারে থাকবে। তারপর বাজারে উঠবে রাজশাহীর রসালো লিচু।

বাংলাদেশে উৎপন্ন অতিউৎকৃষ্ট জাতের আমের মধ্যে অন্যতম গোপালভোগ আম। এটি সবার আগে পরিপক্ব হয়। মে মাসের মাঝামাঝি থেকে পরিপক্বতা লাভ করতে শুরু করে, তৃতীয় সপ্তাহে বাজারে বেশি পরিমাণে আসতে থাকে এবং জুন মাসের মাঝামাঝি গেলে এ আম আর পাওয়া যায় না। তবে এবার মে মাসের আগেই এই নামের আমগুলো বাজারে আসতে শুরু করেছে। আর গোবিন্দভোগ আম কেনার উপযুক্ত সময় ধরা হয় ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত। তবে মে মাসের ৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত গোবিন্দভোগ আমের আসল সময়। তবে বগুড়ার বাজারে এপ্রিল মাসের শেষের দিকেই মিলছে এসব নামের আম।

আরও পড়ুন

এদিকে গত ৩০ এপ্রিল সাতক্ষীরার জেলা প্রশাসন সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাসসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি আম সংগ্রহের ৫ জুন সময় বেঁধে দেন। যদিও বগুড়ার বাজারে তারও আগে গোবিন্দভোগ ও গোপালভোগ আম বেচাকেনা হচ্ছে। ফল বিক্রেতা আনার উদ্দিন করতোয়া’কে জানান, বাজারে যেসব আম পাওয়া যাচ্ছে তা যশোর ও সাতক্ষীরার গোবিন্দভোগ ও গোপালভোগ আম।

এসব আম আরও দুই সপ্তাহ আগে থেকেই বাজারে পাওয়া যাচ্ছে। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার বলেন, বগুড়ার আড়তে সাতক্ষীরা থেকে গোপলভোগ ও গোবিন্দভোগ আম গত কয়েক দিন থেকেই আসতে শুরু করেছে।

আমগুলো পরিপক্ব এবং বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো নয় দাবি করে এই ফল ব্যবসায়ী নেতা বলেন, প্রতি মণ গোপালভোগ আম মানভেদে ২৫শ’ থেকে তিন হাজার টাকা এবং গোবিন্দভোগ তিন থেকে চার হাজার মণ বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, বগুড়ার বাজারে এখনও লিচু আসা শুরু হয়নি। দেশি জাতের স্থানীয় কিছু লিচু বিক্রি হলেও তা এখনও পরিপুষ্ট হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গোলে এগিয়ে থেকেও হার আল নাসর’র

বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার : দুদু

মামার সৎকার শেষে ফেরার পথে নিহত ২

সিরাজগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে দুইজনের মৃত্যু

হাসিনার পর এবার টিউলিপকে দুদক’র তলব

বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন মেয়ের