ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় নিখোঁজের ৩৫ দিন পর কৃষকের গলিত লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের ৩৫ দিন পর কৃষকের গলিত লাশ উদ্ধার

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নিখোঁজের ৩৫ দিন সময় পর করিম ভূঁইয়া (৪৫) নামে এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রসুলপুর গ্রামে করিমের শ্বশুরবাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

করিম ভূঁইয়া উপজেলার বড়শালঘর এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে করিমের স্ত্রী তাছলিমা আক্তার (৪০), দুই ছেলে তানজিদ ভূঁইয়া (২২) ও তৌহিদ ভূঁইয়া (২০), স্ত্রীর ভাই মোজাম্মেল হক (৪২), ইশরাফিল (৩৮)সহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট থেকে করিম নিখোঁজ ছিলেন। ঘটনার পর তার স্ত্রী ও সন্তানরা দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর দরগায় যাওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে করিমের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন

গতকাল  বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে আমিরের মোবাইলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন দিয়ে জানান, করিমকে শ্বশুরবাড়ি এলাকায় পাওয়া যাবে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে হাত-পা বাঁধা অবস্থায় করিমের মরদেহ উদ্ধার করা হয়।

করিমের ভাই আমির হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে স্ত্রী, ছেলে ও শ্যালকেরা মিলে হত্যা করেছে। ঘটনার পর তার পরিবারের কেউ থানায় কোনো জিডি করেনি।’

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস