ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরে ছাত্রলীগ ও আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

জামালপুরে ছাত্রলীগ ও আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী (২১) ও জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল পাশাকে (৪৩) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইব অ্যান্ড অপস্) সোহেল মাহমুদ। বুধবার দিবাগত রাতে ঢাকা মহানগরীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শাহেদ আলী জামালপুর পৌরসভার বন্দেরপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে, আওয়ামী লীগে নেতা জামাল পাশা পৌর শহরের বানিয়া বাজার এলাকার সোহরাব আলীর ছেলে। সে জামালপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, সম্প্রতি ঢাকা শহরের বিভিন্নস্থানে আওয়ামী লীগের ব্যানারে কতিপয় দুষ্কৃতিকারী ঝটিকা মিছিল করে। বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় জামালপুর জেলা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী ও জামালপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল পাশা উক্ত মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর বিশেষ একটি দল ঢাকা মহানগরীর উত্তরা ও ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে।

তিনি বলেন, দুইজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় গত ২০২৪ সালের নভেম্বর মাসের ১১ তারিখের ২৩নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আদালতে পাঠানো হবে। এছাড়া আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ঢাকায় যে মামলা হয়েছে ওই মামলায় তাদের শোন এরেস্ট দেখানো হবে।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শাহেদ আলী (২১) গত আগস্টের তিন তারিখের রাতে চোখ বেঁধে নিজেকে অপহৃত দেখানোর নাটক সাজিয়ে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রচার করে। সে অপহরণের ভিডিও দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার তথাকথিত ‘অপহরণ’ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে দিয়ে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালায়।

সোহেল মাহমুদ বলেন, শাহেদ আলী ও তার সহযোগীরা ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করছিল এবং নিষিদ্ধ সংগঠনের ছত্র ছায়ায় থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করছিল। ৫ আগস্ট ২০২৪ এরপর থেকে জামালপুর জেলার শীর্ষ পর্যায়ে ফ্যাসিস্টের দোসররা পলাতক হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে তৃতীয় দিনের মতো নির্বাচন অফিস ঘেরাও

রূপগঞ্জে এসিআই লবণ কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

বন্ধ করে দেওয়া হবে মণিহার সিনেমা হল

মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাবি ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় তাদের কলম উঁচু রেখেছে — ডাকসু ভিপি সাদিক

নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র