রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবন ও রাখায় যুবকের জেল জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবন ও রাখার অভিযোগে হেলাল হোসেন (৩২) নামের এক যুবককে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।হেলাল হোসেন উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর মাটিয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওইদিন বিকেলে ইকরচালি ইউনিয়নের বামদিঘী ইকোপার্ক এলাকায় মাদকদ্রব্য সেবন করা হচ্ছে গোপনে এমন খবর পেয়ে গাঁজা সেবনের সময় যুবক হেলাল হোসেনকে হাতে নাতে ধরা হয়।
আরও পড়ুনএসময় উপস্থিত লোকজনের সামনে হেলালের শরীর থেকে গাঁজা পাওয়া যায়। পরে উপজেলা নিবাহী অফিসার রুবেল রানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন ও রাখার অভিযোগে হেলাল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে কারাগারে প্রেরণ করেন।
মন্তব্য করুন