নামাজ পড়া ও বেশকিছু নির্দেশনা দিয়ে আসামির জামিন

নিউজ ডেস্ক: মাদক মামলার আসামিকে নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি প্রতি শুক্রবার মসজিদে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হবে, আমপারার ১০টি সুরা অর্থসহ মুখস্থ ছাড়াও রাসুল (স.)-এর জীবনী পাঠ, পড়তে না পারলে কারো মাধ্যমে শুনতে হবে; এ সব শর্তসহ বেশকিছু নির্দেশনা দিয়ে জামিন দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০টি গাছ লাগানো, দুটি কুকুর ও দুটি বিড়াল পালনের নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার (৭ মে) এ আদেশ দেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক। এ সব নির্দেশনা সম্বলিত একটি বন্ড তৈরি করে, এতে আসামির স্বাক্ষর নেয়া হয়েছে।
জামিনপ্রাপ্ত আসামির নাম সাদ্দাম হোসেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে বাস করেন। তিনি মাদক মামলার আসামি।
বন্ড সম্পাদনকারী আইনজীবী দেলোয়ার হোসেন দিলু জানান, আদালতের শর্ত প্রতিপালনে নিশ্চয়তাস্বরূপ ৫০০ টাকার বন্ড সম্পাদনের আদেশ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আগামী এক বছর আসামিকে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকতে হবে এবং তার নির্দেশনা মেনে চলতে হবে। ওই সময়ে কোনো অপরাধ করা যাবে না। শান্তির লক্ষ্যে সদাচরণ করতে হবে এবং আদালত, প্রবেশন অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার তলব মতে যথাসময়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। মাদক সেবন করা যাবে না। মাদক কারবারিদের সঙ্গে মেলামেশা করতে পারবে না। এতে আরো কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে।
আরও পড়ুনমুক্তির পর সাদ্দাম হোসেন বলেন, ‘‘আদালতের রায়ে আমি খুব খুশি। খারাপ বন্ধু-বান্ধবের সঙ্গে মিশে ভুল পথে গিয়েছিলাম, এখন থেকে আদালতের নির্দেশনা পালন করে ভালো পথে চলতে চাই।’’
যেন ভালো পথে চলতে পারেন এ জন্য সাদ্দাম সবার কাছে দোয়া চান।
মন্তব্য করুন