ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে নগদ টাকাসহ আটক ৪

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে নগদ টাকাসহ আটক ৪

নিউজ ডেস্ক:  দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছেন। এ সময় নগদ ৭২ হাজার ৪২০ টাকাসহ চারজনকে আটক করা হয়।

বুধবার (৭ মে) দুপুর থেকে অভিযান পরিচালন করেন।

গ্রেফতাররা হলেন, রাজবাড়ী সদর উপজেলার কাজী বাঁধা বেথুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আকরামুজ্জামান, দালাল চর লক্ষ্মীপুর গ্রামের আব্বাস আলী খানের ছেলে আশিক খান, গোপিনাথ দিয়া গ্রামের রহমত আলীর ছেলে লিয়াকত আলী ও কাজীকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে মুনছুর আহমেদ।

এ সময় আশিক খানের কাছ থেকে নগদ ৩৩ হাজার ১০০ টাকা, লিয়াকত আলীর থেকে ১৪ হাজার ২৪০ টাকা উদ্ধার এবং বিআরটিএ অফিসের সিল কন্ট্রাক্টর আকরামুজ্জামানের কাছ থেকে ২৫ হাজার ৮০ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

অভিযোগ রয়েছে, রাজবাড়ী বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দালাল সিন্ডিকেটের মাধ্যমে সেবা গ্রহীতাদের হয়রানি করে ড্রাইভিং লাইসেন্স পাওয়াসহ লিখিত, মৌখিক পরীক্ষায় পাশ করতে আট হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হতো এবং চাহিদা অনুযায়ী টাকা না দিলে পরীক্ষায় ফেল করা হতো।

দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনায় ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি সৃষ্টি করে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করি এবং অনিয়মের সত্যতা পাই। এ সময় চার দালালকে নগদ টাকাসহ আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের লক্ষ্য ইউক্রেনকে দখল ও ধ্বংস করা : জেলেনস্কি

আজ আফগান-হংকং লড়াই দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ

হামলা জোরদার, গাজায় একদিনে আরও ৫২ জনকে হত্যা

দেশের ইতিহাসে স্বর্ণের রেকর্ড দাম 

ডাকসু দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ : ফারুকী

দেশজুড়েই বৃষ্টির আভাস