ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

বগুড়ার আদমদীঘিতে পোল্ট্রি ফার্মের সহস্রাধিক মুরগির বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা

বগুড়ার আদমদীঘিতে পোল্ট্রি ফার্মের সহস্রাধিক মুরগির বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে একটি পোল্ট্রি ফার্মে ঢুকে ১৫ দিন বয়সের এক হাজারের অধিক মুরগির বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়া পান্না পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার পান্না পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী হারুনুর রশিদ জানান, তার বাড়ির পাশে পান্না পোল্ট্রি নামে একটি মুরগি ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই মুরগী বাচ্চা ফুটানো ও বাচ্চা লালন পালন করে বাজারজাত করা হয়।

বর্তমানে ফার্মে এক হাজারের অধিক বিভিন্ন জাতের মুরগির বাচ্চা ছিল। যাদের বয়স হয়েছিল মাত্র ১৫ দিন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর মুরগির বাচ্চাদের খাবার দিয়ে ফার্মের দরজা বন্ধ করে বাসায় যান। রাত আনুমানিক সাড়ে ১১ টায় তার কেয়ারটেকার হাসান আলী ফার্মে মুরগির বাচ্চাদের খাবার দিতে এসে দেখেন দুর্বৃত্তরা ফার্মের বেড়া কেটে ঘরে ঢুকে মাত্র ১৫ দিন বয়সের এক হাজারের অধিক মুরগি বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

এ ঘটনায় হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদি হয়ে আদমদীঘি থানায় তিনজনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন। থানার উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে দুইজনের মৃত্যু

হাসিনার পর এবার টিউলিপকে দুদক’র তলব

বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন মেয়ের

এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

সাম্প্রতিক সময়ের মামলা নিয়ে যা বললেন সারজিস

এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তান